Sponsors

PSC পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ

SSC/HSC/JSC/JDC পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ

অথবা এখানেঃ

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করুন।

জেএসসি-জেডিসি (২০১৩) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার জন্য নিন্মক্ত ধাপ গুলো অনুসরন করুনঃ

০১. শুধুমাত্র আপনার টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করুনঃ
"RSC-বোর্ডের নামের প্রথম তিন অক্ষর-রোল নম্বর-বিষয় কোড" এবার এসএমএসটি পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণঃ RSC RAJ 1234 101
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা জেডিসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করার জন্যঃ
"RSC MAD রোল নম্বর বিষয় কোড" এবার এসএমএসটি পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উদাহরণঃ RSC MAD 1234 123
একাধিক বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন করার জন্য বিষয় কোড গুলো কমা (,) দিয়ে আলাদাভাবে লিখুন। বাকি সবকিছু একই থাকবে।
উদাহরণঃ RSC MAD 1234 123,107
০২. ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা খরচ হবে এবং PIN কোড পাঠিয়ে দেওয়া হবে।

০৩. এতে সম্মত থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
"RSC Yes PIN Contact Number" এবার এসএমএসটি পাঠিয়ে দিন16222 নাম্বারে।
বিঃদ্রঃ
  • ৩০ ডিসেম্বর ২০১৩ থেকে ৮ জানুয়ারি ২০১৪ মধ্যে আবেদন করতে পারবেন।
  • যেকোনো মোবাইল অপারেটরের কন্টাক্ট নাম্বার  দিতে পারবেন।  
  • প্রতিটি বিষয়/পত্রের ( বাংলা ও ইংরেজি বাতিত) জন্য ১২৫ টাকা করে চার্জ প্রযোজ্য হবে।
  • যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে (বাংলা ও ইংরেজি) সেগুলোর ক্ষেত্রে একটি পত্রের আবেদন করলে দুই পত্রের ই চার্জ কাটবে। সুতরাং বাংলা ও ইংরেজির জন্য ২৫০ টাকা করে খরচ হবে।

1 টি মন্তব্য: